নাজিম বাকাউল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সোমবার ফরিদপুর শহরসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় শহরের সরকারি ইয়াসিন কলেজ মাঠ প্রাঙ্গনে ঈদের নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজ আদায়ের পর খুতবা, নিজ দেশ সহ মুসলিম জাহানের জন্য দোয়া কামনা করা হয়।
এছাড়াও জেলা শহরের পুলিশ লাইন্স মাঠ, চকবাজার জামে মসজিদ, বাইতুল মোকাদ্দেম জামে মসজিদ, পানি উন্নয়ন বোর্ড মসজিদ চত্বর, জেলা কারাগার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়