• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১৯ জন জুয়াড়ী গ্রেফতার

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন(ময়মনসিংহ) : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। শনিবার রাতে জেলা সদরের নামা কাতলাসেন একটি ইটভাটা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জুয়া নির্মুল করতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নামা কাতলাসেন একটি ইট ভাটা থেকে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোঃ মনির মোঃ শারিক ওরফে ঘোসা মিয়া, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ মোস্তাকিন, মোঃ আশরাফুল, মোঃ বিল্লূ মিয়া, মোঃ মাসুদ রানা ওরফে মাসুম, মোঃ সবুজ মিয়া, মোঃ রুবেল, মোঃ আলামিন, মোঃ সবুজ মিয়া, মোঃ হাসেম মিয়া, মোঃ নাজমুল মিয়া, মোঃ আনারুল, মোঃ রমজান মিয়া মোঃ সোহাগ মিয়া, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মোতালেব মিয়া ও মোঃ রফিকুল ইসলাম ওরফে রবি।

গ্রেফতারকৃত ১৯ জুয়াড়ির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd