• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

দিঘুলিয়া ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এম আব্দুর রহমান

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঈদ উল ফিতর উপলক্ষে ২নং দিঘুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ২নং দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বি এন পির সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান । তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রবিবার (৩০শে মার্চ) এক শুভেচ্ছা বার্তায় এম আব্দুর রহমান বলেন, ঈদ উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল ফিতর আমাদের মধ্যে গড়ে উঠুক সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ উল ফিতর।

দিঘুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আ: রহমান বলেন, ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।


More News Of This Category
bdit.com.bd